
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
টালিপাড়ায় আলোচিত জুটির নাম ঋতুপর্ণা-প্রসেনজিৎ। জানা গেছে, ২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
ব্যক্তিজীবনে দুজনেরই অনেক চড়াই-উতরাই দিয়ে জীবন এগিয়ে চলেছে। প্রসেনজিৎকে দেখা গেছে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হতে। অন্যদিকে ঋতুপর্ণার বিবাহিত জীবনে অনেক টানাপোড়েনই চলেছে প্রসেনজিৎকে কেন্দ্র করে।
টালিপাড়ার বাতাসে প্রেমের গুঞ্জনও উঠেছে বারবার এই জুটিকে নিয়ে। তবে এবার সব উত্তরই দর্শক পেতে যাচ্ছেন।
চলতি বছরের ২৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।
নাম দেখেই বোঝা যাচ্ছে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনকে ভালোই কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে ছবিটিতে। এ ছবির পরিচালক সম্রাট শর্মা।
চমকে পরিপূর্ণ এ ছবি নিয়ে আগে থেকেই কিছু বলতে নারাজ ছবির পরিচালক সম্রাট শর্মা। তবে গুঞ্জন উঠেছে, নতুন এ ছবিতে দর্শকরা দেখতে পাবেন অভিনেতা ঋষভ বসু আর ঈপ্সিতা মুখোপাধ্যায়কে। তবে তাদের জুটি হিসেবে দেখা যাবে কি না, এ তথ্য পরিচালক এখনই স্পষ্ট করতে চান না দর্শকের কাছে।
Posted ৩:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin