
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বলিউড বাদশা শাহরুখ খান নিজের একটি শার্টবিহীন ছবি শেয়ার করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তাঁর আসন্ন সিনেমা ‘পাঠান’ এর মুক্তির আগে ভক্তদের জন্য এটিকে একটি বিশেষ বার্তা হিসেবেই দেখছেন সবাই।
গতকাল (২৫ সেপ্টেম্বর) বলিউডের এই মেগাস্টার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করামাত্র সেটি ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, সোফায় আধা শোয়া অবস্থায় রয়েছেন বলিউড বাদশা। তাঁর দেহের উপরের অংশ অনাবৃত। কঠোর প্রশিক্ষণের ফলে শরীরের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাতের মাঝে মুখের প্রায় অনেকটা অংশই ঢাকা। চোখ দুটো বোঝা যাচ্ছে। চোখের তীক্ষ্ম দৃষ্টিতে যেন ঘায়েল করছেন সবাইকে!
ছবিটির সঙ্গে একটি গজলও শেয়ার করেছেন কিং খান, যেটি নিজের শার্টকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তারকাসহ ভক্তবৃন্দরা একের পর এক মন্তব্য করে নিজেদের অনুভূতি জানাচ্ছেন। এমনকি স্ত্রী গৌরী খানও তাঁর কিংবদন্তি স্বামীর জন্য একটি বার্তা শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “হে ঈশ্বর! এখন সে তাঁর শার্টের সঙ্গেও কথা বলছে!’’
Posted ৬:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin