
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানী রামপুরার পশ্চিম হাজীপাড়ায় নতুন রাস্তায় অবস্থিত স্টার কাবাব হাউজ এবং ভাই ভাই হাবিব এন্ড কাবাব ঘর এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে। এই হোটেল ২ টির তৈরিকৃত খাবার খেয়ে অনেকে অসুস্থ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
খোলা মেলা পরিবেশে খাবার তৈরি করায় রাস্তার ধুলা বালি ও ময়লা প্রতিনিয়ত খাবারের সাথে মিশে যাচ্ছে। এসব খাবার খেয়ে স্কুল পড়ুয়া শিক্ষাার্থীসহ অনেকে আমমশায় ,ডায়েরিয়াসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া দোকান গুলোতে শিশুদের দিয়ে কাজ করানো হয়।
হাজীপাড়া এলাকার এক ভোক্তভুগী বলেন, আমার বাচ্ছাকে স্কুলে যাওয়ার সময় এই দোকান থেকে খাবার কিনে দেই। ঐ খাবার খেয়ে আমার বাচ্ছা অসুস্থ্য হয়ে পড়ে। এইসব হেটেলে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করতে না পারে সেই ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের সু দৃস্টি কামনা করেন তিনি।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin