
গাজীপুর প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
করোনা পরবর্তী স্বাস্থ্য সচেতনতামূলক পথ নাটিকা ‘উত্তরণ’ একদিনে ৫ বার প্রদর্শিত হলো গাজীপুরে।
সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট ব্যাপ্তির এ নাটিকাটি মহানগরীর দাক্ষিণখান, ধীরাশ্রম বাজার, রথখোলা বটতলায় ১টি করে ও জয়দেবপুর জং রেল স্টেশনে ২টি শো অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, থিয়েটার মঞ্চমুখ ও চন্দ্রবিন্দু থিয়েটার যৌথভাবে নাটিকাটি পরিবেশন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনিসেফের সহযোগিতায় ‘সাজিদা ফাউন্ডেশন’ এ কর্মসূচি বাস্তবায়ন করে। নাট্য নির্দেশক খন্দকার রফিক, সংগীতা রোজারিও, নাদিম মোড়ল, শাম্মী আক্তার ও কাজী স্বাধীন এতে বিভিন্ন চরিত্র রূপায়ণ করেন। সাধারণ মানুষের মধ্যে করোনা পরবর্তী স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ পথ নাটিকাটি পরিবেশন করা হয়।
এ সময় ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়কারী সজিব চৌধুরী শুভ, ফটোগ্রাফার উইলিয়াম গোমেজ, স্বেচ্ছাসেবী হিমেল, জান্নাত, ইসতি প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin