রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ববিতে চারুকলা সংসদ ‘ম্যাডোনা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ববিতে চারুকলা সংসদ ‘ম্যাডোনা’র আত্মপ্রকাশ

শিল্পাচার্য জয়নুল আবেদিন এর প্রখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা-৪৩’ স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো চারুকলা বিষয়ক সংগঠন ‘ম্যাডোনা- চারুকলা সংসদ (ববিচাস)’ এর আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভদীপ অধিকারীকে সভাপতি ও একই বিভাগের আরিফুল ইসলাম আবীরকে সাধারণ সম্পাদক করে সংগঠনটি তাদের ১৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি প্রকাশ করে।

সংগঠনটির সভাপতি শুভদীপ অধিকারী জানান, ‘বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ না থাকায় প্রকৃত অর্থে এখনও রঙের ছোঁয়া পায়নি শিক্ষাঙ্গনটি। তবুও বিভিন্ন বিভাগের একটি বড় অংশের শিক্ষার্থীরা ব্যক্তিগত পর্যায়ে চারু ও কারু শিল্পের বিভিন্ন ধারায় কাজ করে চলেছে নিয়মিত। এদের কেউ কেউ খ্যাতনামা প্রদর্শনীতে অংশগ্রহণ করছে, আবার কেউ হ্যান্ড পেইন্ট অলংকার, কাপড় ও স্কেচ বিক্রি করে পড়ালেখার পাশাপাশি সামান্য আর্থিক উপার্জনের চেষ্টা করছে। ববিচাস গঠিত হয়েছে মূলত এই তরুণ চিত্রশিল্পীদের একটি কমন প্লাটফর্ম হিসেবে, যেখানে শিল্পীরা তাদের চিন্তা শেয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিল্প ও শিল্পীবান্ধব একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে পারবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আবীর বলেন, ‘আমরা ম্যাডোনার কার্যক্রম এমনভাবে সাজিয়েছি যাতে করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়। নূন্যতম যোগ্যতা নিয়ে আসা একজন সাধারণ শিক্ষার্থীও যেন এখান থেকে এমন কিছু শিখতে পারে যা তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে। এছাড়া শিল্প ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে যেন একটি মুক্ত চর্চার পরিবেশ তৈরি হয় সে প্রচেষ্টাও আমাদের থাকবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]