
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাশিয়ায় স্কুলে এক ব্যক্তি গণগুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গণগুলির ঘটনায় ২৪ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে ১১ জনই শিশু। রাশিয়ার মধ্যাঞ্চলের ইজেভস্ক শহরের ওই স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। বন্দুক নিয়ে হামলা চালানো ওই ব্যক্তি স্কুলটির সাবেক শিক্ষার্থী। গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলি চালানোর সময় স্কুল ভবনের ভেতরে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। বারান্দায় শিক্ষার্থী এবং অন্য কর্মকর্তারা দৌড়াদৌড়ি করেছে।
এক ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের মেঝেতে রক্ত পড়ে আছে। জানালায় বুলেট লাগার চিহ্ন রয়েছে। গুলিতে ১১ জন শিশু, চারজন প্রাপ্ত বয়স্ক এবং দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আহত ২৪ জনের মধ্যেও দুজন শিশু রয়েছে।
কর্মকর্তা ও শিশুদের ওই বিদ্যালয় থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
সূত্র: বিবিসি।
Posted ১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin