শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি, উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি, উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা

ইতালির সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে দেশটির কট্টর ডানপন্থি জোট। শুধু তাই নয়, দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জোট নেত্রী জর্জিয়া মেলোনি। নতুন সরকার নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

সদ্য সমাপ্ত ইতালির পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি জোটের জয় অনেকটাই সুনিশ্চিত। এরই মধ্যে নিজেদের বিজয়ী দাবি করে সরকার গঠনের ঘোষণাও দিয়ে ফেলেছেন জোট নেত্রী জর্জিয়া মেলোনি।

তবে এবারের নির্বাচনে হতাশ প্রবাসী বাংলাদেশিদের পছন্দের দল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন মধ্য বামপন্থি জোট। জোটগতভাবে, যেভাবে ডানপন্থিদের বাক্সে পড়েছে ৪৪ শতাংশেরও বেশি ভোট, সেখানে বামপন্থিরা পেয়েছেন ২৬ শতাংশ। ডানপন্থিদের এমন উত্থানে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
অনেকেই মনে করছেন, অভিবাসনবিরোধী হিসেবে পরিচিতি থাকলেও বৈধ অভিবাসীদের স্বার্থে কাজ করবে নতুন সরকার।

একজন প্রবাসী বাংলাদেশি বলেন, ‘ডানপন্থিরা ক্ষমতায় আসায় আমরা প্রবাসীরা একটু চিন্তিত। কিন্তু জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এতে আমরা আশাবাদী যে, তারা জনগণের জন্য কাজ করবেন।’ আরেক প্রবাসী বলেন, ‘আমরা যদি সরকারের আইন সঠিকভাবে মেনে চলি, তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’

আরেকজন বলেন, ‘যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা প্রবাসীরা চাই তারা যেন বাংলাদেশিদের কল্যাণে কাজ করে।’

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় ইতালীয়দের সুরক্ষার প্রচারণাই এবারের নির্বাচনে ডানপন্থিদের জয়ে বড় ভূমিকা রেখেছে। তবে, জোটের অন্য শরিকরা নির্বাচনে খুব একটা ভালো ফল না করায়, ভবিষ্যতে জোট সরকারের স্থিতিশীলতা নিয়েও সংশয় প্রকাশ করেন অনেকে।

ইতালির রাজনৈতিক বিশ্লেষক ডেভিড অ্যাঞ্জেলুচ্চি বলেন, জোট শরিকরা ১০ শতাংশের নিচে জনসমর্থন পাওয়ার অর্থ হলো, ভবিষ্যতে কেবল জোটের মধ্যে নয়, বিভিন্ন দলের মধ্যেও মতবিরোধ দেখা দেবে। এতে করে হুমকির মুখে পড়বে ভবিষ্যৎ জোট সরকারের স্থিতিশীলতা।

শুধু তাই নয়, আগামী দিনে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নেও ইতালির ডানপন্থি সরকার বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মত সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]