শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল স্বীকার করল রাশিয়া

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ভুল স্বীকার করল রাশিয়া

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য রিজার্ভ সৈন্য সমাবেশের ডাক দেওয়ার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে ক্রেমলিন। বিবিসি জানিয়েছে, রাশিয়ায় জনগণ বিক্ষোভ অব্যাহত রাখলে ক্রেমলিনের তরফ থেকে ঘোষণাটি এলো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, জারি করা আদেশ লঙ্ঘন করা হচ্ছে। সব ভুল ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

 

বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা না থাকা ব্যক্তিদেরও রিজার্ভ সৈন্যের জন্য ডাকা হচ্ছে। বৃদ্ধ ও প্রতিবন্ধীদেরও ডাকা হচ্ছে। গত সপ্তাহে পুতিনের জারি করা আদেশকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ভ্লাদিমির পুতিন গত ২১ সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। এরপর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হবে।

তবে রুশবিরোধী সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেনা সমাবেশের জন্য ১০ লাখের বেশি মানুষকে ডাকতে পারে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আদেশে যে সেনাসংখ্যার কথা বলা হয়েছে, তার চেয়েও অনেক বেশি মানুষকে ডাকা হবে। তবে সেই সংখ্যাটা গোপন রাখা হয়েছে।

 

ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, হামলা শুরুর সাত মাস পর এসে রাশিয়ার রিজার্ভ সৈন্য ডাকার অর্থ হচ্ছে- ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে।

রিজার্ভ সৈন্য ডাকার পর থেকে রাশিয়ায় বিক্ষোভে অন্তত দুই হাজারের বেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গতকাল সোমবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, ভুল করা হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]