
টঙ্গী থেকে অমল ঘোষ : | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ খান।
তিনি বলেন, ভোরে মধুমিতা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আরেক লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও কিছুটা বিলম্ব হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে।
Posted ৩:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin