
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ইউরোপে গ্যাস সরবরাহের দুটি পাইপলাইনে বড় ধরনের ছিদ্র সৃষ্টির জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন। ইউক্রেনের অভিযোগ, এটি সন্ত্রাসী হামলা। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, নর্ড স্ট্রিম ওয়ান এবং টু-এর ক্ষতি ইউরোপীয় ইউনিয়নের প্রতি ‘আগ্রাসনমূলক কাজ’।
তিনি আরো বলেছেন, শীতের আগেই আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে রাশিয়া। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর ব্যাপারে ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পাইপলাইনের যে স্থানে বড় ধরনের ছিদ্র তৈরি হয়েছে, তা পানির নিচে। বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরকের সাহায্যে এটি করা হয়েছে।
সুইডেনের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের কর্মকর্তা বিজর্ন লুন্ড বলেছেন, এগুলো যে বিস্ফোরণের কারণে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
নর্ড স্ট্রিম টু-এর অপারেটররা সোমবার বিকেলে পাইপলাইনে চাপ কমে যাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। ডেনিশ কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে, জাহাজগুলো যেন বোর্নহোম দ্বীপের কাছাকাছি এলাকা এড়িয়ে চলে।
নর্ড স্ট্রিম ওয়ানের অপারেটররাও বলেছেন, সমুদ্রের নিচের লাইন একই দিনে ‘অভূতপূর্বভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : বিবিসি।
Posted ৫:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin