
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্মকর্তা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।
এতে রুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, সহ-সভাপতি রোকনুজ্জামান, দফতর সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম, প্রচার সম্পাদক আ ফ ম মাহমুদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মামুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজেফা খাতুন উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ৭৬টি বৃক্ষ রোপণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্ব এ কর্মসূচি পালিত হয়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে রাবি ছাত্রলীগ। কর্মসূচিতে শাখা ছাত্রলীগের বিভাগ, অনুষদ, হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। জন্মদিনে ছাত্রলীগের একমাত্র অভিভাবকের দীর্ঘায়ু কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার নিতে হবে।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin