
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও যে সবসময় ব্যাটে-বলে খেলবেন; তা কিন্তু নয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জেতানো সাকিব ব্যর্থ হয়েছেন কোয়ালিফায়ার ম্যাচে। এ দিনে বাজে হার দেখেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৮৭ রানে হেরেছে গায়ানা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বার্বাডোজ ৫ উইকেটে ১৯৫ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাবে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় সাকিবের দল।
এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বার্বাডোজ। হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকছে সাকিবের দলের সামনে। পরবর্তী কোয়ালিফায়ার ম্যাচে জিতলেই শিরোপার দৌড়ে থাকবে গায়ানা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রাখিম কর্নওয়ালের ৯১ এবং আজম খানের ৫২ রানে বড় স্কোর দাঁড় করায় বার্বাডোজ। ম্যাচে সাকিব বল হাতে সর্বোচ্চ রান করা কর্নওয়ালকে ফেরান।
লক্ষ্য তাড়া করতে নেমে দলের সব ব্যাটসম্যানই ব্যর্থতার মিছিলে নামে। সাকিবও ফেরেন মাত্র ১ রান করে। গায়ানার পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক শিমরন হেটমায়ার।
Posted ৩:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin