
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুর মহানগরীর কাশিমপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন পালিত হয়।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে কাশিমপুর ৩নং ওয়ার্ড হাতিমারা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিনে কেক কাঁটা ও দোয়া’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য খোরশেদ আলম রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, আওয়ামী নেতা ইদ্রিস আলী, সেচ্ছাসেবক লীগের রওশন আলী, মনির মাষ্টার, শ্রমিক লীগের মোজাম্মেল হক, মনিরুল ইসলাম খান,সৈয়দ শাহজাহান, ছাত্রলীগের মুরাদ ও আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় বক্তারা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করেন। এছাড়াও কাশিমপুরে মাটি আওয়ামী লীগের ঘাটি বলে দলকে আরো শক্তিশালী করার লক্ষে সকলকে দলের পক্ষে নিবেদিত থাকার আহবান জানান।
Posted ২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin