
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নওগাঁয় ছোট যমুনা নদীতে জাল ফেলে আট কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরেছেন চার বন্ধু। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের শ্মশান ঘাট এলাকা থেকে মাছটি ধরা হয়।
চার বন্ধুর মধ্যে একজন মামুনুর রশিদ বাবু। তিনি নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা। সখের বসে নদীতে জাল ফেলেন তারা।
বাবু বলেন, ছোট যমুনা নদীতে পানি বেড়েছে। অনেকে বড়শি দিয়ে মাছ শিকারের চেষ্টা করছেন। সখের বসে বিকেলে আমরা চার বন্ধু নদীতে ঘের জাল ফেলি। জাল উঠানোর সময় কিছুটা টান টান অনুভব হয়। জাল উঠানোর সময় দেখা যায় বড় একটি বোয়াল মাছ লাফালাফি করছে। পরে মাছটি পাড়ে তুলে আনি।
তিনি আরো বলেন, মাছ ব্যবসায়ীরা বোয়ালটি কিনে নিতে চেয়েছিল এবং দাম বলেছিল ৯ হাজার ৫০০ টাকা। কিন্তু আমরা মাছটি বিক্রি না করে চারজন মিলে ভাগ করে নিয়েছি। বলা যায়- সখের বসেই নদীতে জাল ফেলে মাছটি শিকার করেছি।
Posted ২:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin