
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের ১০ বছরের সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। সম্পর্ক ভাঙতে পারে শিগগিরই। শোনা যাচ্ছে, সেই কারণেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন দীপিকা।
এ খবরই আপাতত ঘুরে বেড়াচ্ছে বলিউড গুঞ্জনে।
গুঞ্জন শুরু হয়েছে মুম্বাইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের টুইট থেকেই। তিনি হঠাৎ টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা।
এই সাংবাদিক তার টুইটে লেখেন, সংসারে অশান্তির কারণেই নাকি মানসিক অবসাদ এতটাই বেড়েছে দীপিকার যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
তার এই টুইট ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। রণবীর ও দীপিকার অনুরাগীরা খবরটা ভুয়া বলে দাবি করেছেন।
নেটিজেনরা বলছেন, জোর করে গুঞ্জন তৈরি করার চেষ্টা হচ্ছে। অনেকে আবার এই সাংবাদিককে একহাত নিয়েছেন এই ধরনের খবর তৈরি করার জন্য।
দীপিকা ও রণবীরের ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি বহাল তবিয়তে রয়েছেন। তাদের সম্পর্কে কিছুই হয়নি।
প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিরিজের পরবর্তী সিনেমায় দেব ও অমৃতার ভূমিকায় কাদের দেখা যাবে- তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অনেকেই এ দুই চরিত্রে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে কল্পনা করছেন।
Posted ৪:২০ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin