
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
শাড়ির সঙ্গে কোমর পেঁচিয়ে সুদৃশ্য বেল্ট পরার প্রবণতা বাড়ছে। অনেক বহু তারকাকেই এমন পোশাকে দেখা যায়। শাড়ির সঙ্গে বেল্ট পরে নিলেই চেনা পোশাকে অচেনা লাগবে অনেকেই। শাড়ির সঙ্গে বেল্ট পরে নেয়ার নানা রকম কায়দা রয়েছে। সেগুলো জেনে নিলেই সাধারণ শাড়ি পরেই কিন্তু আপনিই হয়ে উঠবেন শারদ-সুন্দরী।
ফ্যাশন বিশেষজ্ঞরা বলেন, কোন ধরনের শাড়ি পরছেন সেই অনুযায়ী ঠিক করুন বেল্ট পরবেন কিনা। শিফন বা সিন্থেটিক কিংবা অরগ্যাঞ্জো শাড়ি পরলে সঙ্গে বেল্ট পরে নিতে পারেন। তবে খুব বেশি কারুকাজ করা শাড়ি হলে একটু মোটা বেল্ট পরলে ভালো। তবে শিফন বা ওই ধরনের হালকা কাজের শাড়ির সঙ্গে সরু কোনও বেল্ট পরতে পারেন। একটা অন্য রকম লুক পাবেন।
শাড়ির সঙ্গে বেল্ট এখন খুব শৌখিন পোশাক হলেও অনেকেই আলাদা করে বেল্ট পরতে একটু অস্বস্তি বোধ করেন। সেক্ষেত্রে ব্লাউজের সঙ্গে কিন্তু বেল্ট তৈরি করে নিতে পারেন। বেল ভালো দেখাবে।
Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin