
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
দীর্ঘ দুই বছরের বেশি সময় র্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র্যাব) অষ্টম মহাপরিচালকের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার নিচ্ছেন আইজিপির দায়িত্ব।
বিদায়কালে র্যাব ফোর্সেস সদর দপ্তরের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বভার শেষ করলেন।
অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল ২০২০ করোনা মহামারির মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘ দুই বছর পাঁচ মাসের বেশি সময় অত্যন্ত সফলতার সঙ্গে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
Posted ২:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin