বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বন্ধুর লেগুনার ধাক্কায় প্রাণ গেল আরেক বন্ধুর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

রাজধানীর শ্যামপুর আইজি গেট এলাকায় লেগুনার ধাক্কায় শাহিন (৩৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্যামপুরে আইজি গেট লালমোহন পোদ্দার লেনে এ দুর্ঘটনা ঘটে।

শাহিনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। শ্যামপুরের ফরিদাবাদ লেনে থাকতেন তিনি। মিল ব্যারাক এলাকার একটি ডেকোরেটরে শাহিন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতালে শাহিনের সহকর্মী মো. সানোয়ার হোসেন জানান, তারা লালমোহন পোদ্দার লেনে রাস্তায় পূজামণ্ডপের লাইটিংয়ের কাজ করছিলেন। একটি ভ্যানের ওপর টেবিল রেখে তার ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন শাহিন। এ সময় ওই লেন দিয়ে একটি লেগুনা যাওয়ার সময় ওই ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান শাহিন। পরে দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কবলিত লেগুনাতেই শাহিনকে হাসপাতালে নিয়ে আসেন চালক মো. মনির হোসেন। তিনি জানান, মূল সড়কে জ্যাম থাকায় তিনি ওই লেন দিয়ে লেগুনা চালিয়ে যাচ্ছিলেন। শাহিন তার বন্ধু। মনিরকে লেগুনা চালিয়ে যেতে দেখে শাহিন তাকে ডাক দেন। তখন ব্রেক করলে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহিন রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে শাহিনকে মৃত ঘোষণার পরপরই লেগুনা রেখেই পালিয়ে যান চালক মনির।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]