
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইউক্রেনে বেসামরিক গাড়িবহরের ওপর নতুন এক প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে।
খারকিভ অঞ্চলে ওই বেসামরিক বহরে রুশ সেনাদের গোলাবর্ষণে ২০ জনের মতো মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রাম মেসেঞ্জার সাইটে লিখেছেন, হামলাটি রাশিয়ার সীমান্তের কাছে কুপিয়ানস্ক শহরে ঘটেছে। তবে ঠিক কবে কখন এটি ঘটেছে তা তিনি উল্লেখ করেননি।
ওলেগ সিনেগুবভ এক পোস্টে লিখেছেন, ‘দখলদাররা বেসামরিক লোকদের ওপর আক্রমণ করেছে। তারা গোলাগুলি থেকে পালানোর চেষ্টা করেছিল। এটি এমন এক নিষ্ঠুরতা যার কোনো যুক্তি নেই।
এ হামলার খবর অন্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা হয়নি।
এর আগে শুক্রবার রাশিয়ার রকেট দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে আঘাত হানলে ৩০ জন মারা যায় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল রাশিয়া।
সূত্র : বিবিসি, এএফপি
Posted ৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin