
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গাড়ির দূষণ নিয়ন্ত্রণে আছে এমন সনদ (পিউসি সনদ) দেখাতে না পারলে আগামী ২৫ অক্টোবর থেকে জ্বালানি পাওয়া যাবে না দিল্লির পেট্রোল পাম্পে। গতকাল শনিবার ভারতের পরিবেশ মন্ত্রী গোপাল রায় এ কথা জানিয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর ভারতের পরিবেশ, পরিবহন এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কীভাবে পদ্ধতিটি কাজ করবে এবং পরিকল্পনাটি কার্যকর করা হবে, সে বিষয়টিও আলোচিত হয়েছে ওই বৈঠকে।
এক সংবাদ সম্মেলনে পরিবেশ মন্ত্রী গোপাল রায় বলেন, দিল্লির ক্রমবর্ধমান দূষণের পেছনে যে বড় বিষয়গুলো ভূমিকা রাখছে গাড়ির নিঃসরণ তার অন্যতম। এটি বাধ্যতামূলকভাবে কমানো প্রয়োজন। দিল্লির পরিবহন বিভাগ বলছে, চলতি বছরের জুলাইয়ে ১৭ লাখেরও বেশি যানবাহন দিল্লির রাস্তায় বৈধ পিউসি সনদ ছাড়া চলাচল করেছে।
সূত্র: পিটিআই
Posted ৩:১৬ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin