
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রাশিয়ার দখলকৃত দোনেস্কের লিম্যান শহরের পূর্বাংশের পাশের দুটি গ্রাম দখলে নিয়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনে অভিযানের ২২০ দিনের মাথায় অধিকৃত দুটি গ্রাম ছাড়া হলো রুশ সেনারা।
দোনেস্ক অঞ্চলের পূর্বদিকের লিম্যান শহরে সেনা মোতায়েন করছে রাশিয়া। এতে সেখানে মারাত্মক প্রতিবন্ধকতার খবর পাওয়া গেছে। দুই পক্ষ থেকে রাশিয়ার সৈন্য বাড়ার খবর জানা গেছে।
ইউক্রেন বলছে, পূর্বদিকে রাশিয়ার গোলাবারুদের দুর্গের সীমানায় যেতে তাদের ব্যবস্থা রয়েছে। এতে মস্কো তার তার সেনাদের সরিয়ে নিতে কিয়েবের কাছে আবেদন করতে হবে।
ইউক্রেনের এ ঘেরাও তাদের সেনাদের দ্বারা লুহানস্ক ও দোনেস্ক প্রদেশের আরো এলাকা পুনর্দখল করা যাবে।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin