
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা মেহরান মোদিরি ইরানে পৌঁছার পর তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তিনি কয়েক দিন আগে দেশ ছেড়েছিলেন। গতকাল শুক্রবার ভোরে আমিরাতের একটি ফ্লাইটে তিনি রাজধানী তেহরানে পৌঁছেন।
কর্তৃপক্ষের অভিযোগ, ইরানের জনসাধারণের অনুভূতি জাগানো এবং দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মোদিরি সাম্প্রতিক সময়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।
মোদিরি ইরানের অনেক বিনোদন টিভি অনুষ্ঠানের পরিচালক। তিনি তার ভিডিও বার্তায় তার কোনো কাজ সম্প্রচার না করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই মোদিরি আরব আমিরাতের উদ্দেশে দেশ ত্যাগ করেন।
গত ১৩ সেপ্টেম্বর হিজাব না পরার দায়ে মাহসা আমিনিকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। তার তিন দিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে ২২ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়। তার পর থেকে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার পর থেকে বেশ কয়েকজন ইরানি তারকা দেশটির সাম্প্রতিক এ অস্থিরতার বিষয়ে তাদের অবস্থানের জন্য তদন্তের আওতায় এসেছেন।
সূত্র : ইরান ফ্রন্ট পেইজ।
Posted ৩:৩১ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin