
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
নেত্রকোনার পাহাড়ি সীমান্ত দুর্গাপুরের আদিবাসীসহ নানা জাতি গোষ্ঠীর প্রবীণদের নিয়ে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকালে কারিতাস বাংলাদেশ ও দোস্ত স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে-এর আয়োজনে উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়।
পরে শহর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে আদিবাসী বিভিন্ন সম্প্রদায় অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতাধিক প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভায় প্রবীণ ইউনিয়ন ফোরামের সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান।
এ ছাড়াও ১৬টি আনন্দ ক্লাবের সভাপতি ও সম্মানিত প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin