
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পর্নোগ্রাফি রুখতে আবারও কিছু পর্ন সাইট নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। অবিলম্বে ওই সাইটগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (০১ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৩টি পর্ন সাইট ব্লক করতে ইন্টারনেট প্রদানকারীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলিযোগাযোগ বিভাগ।
জানা যায়, একবার ওই পর্ন সাইটগুলো যদি ইন্টারনেট প্রদানকারীরা ব্লক করেন, তা হলে ওই সাইটগুলো আর খোলা যাবে না। ফোন, ল্যাপটপ, ডেস্কটপেও ওই সাইটগুলো খুলবে না।
প্রসঙ্গত, উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পর ২০১৮ সালে ৮০০টিরও বেশি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার।
নতুন করে যেসব পর্ন সাইট নিষিদ্ধ করা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে টেলিযোগাযোগ বিভাগ। অবিলম্বে তালিকায় প্রকাশিত সাইটগুলো বন্ধ করতে হবে ইন্টারনেট প্রদানকারীদের।
Posted ৭:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin