
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পাবনার ঈশ্বরদীতে নতুন বাসা ভাড়া নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীকে সোনিয়া খাতুনকে খুন করেন স্বামী রুবেল হোসেন। তবে এ ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে পলাতক স্বামী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঝিনাইদহের মহেশপুর রুবেলের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার উপজেলার পৌর এলাকার বাবুপাড়ার এক বাসা থেকে গত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোনিয়া ফরিদপুর জেলার বিলবাড়ি গ্রামের মজিবর রহমানের মেয়ে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের মো. রুবেল হোসেনের স্ত্রী। তারা ঈশ্বরদীর বাবুপাড়ার একটি বাসা ভাড়া নেন।
বাড়ির মালিক একরাম আলী বুদু বলেন, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীসহ স্বজনরা এসে দ্বিতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেয়। রাতে রান্না করে খাওয়া-দাওয়া করেছে তারা। সকাল ৮টার দিকে দেখা যায় বাসার দরজা খোলা। পরে ভিতরে ঢুকতেই দেখি সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তার পরনে বোরকা ছিল। গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের খালাতো বোন নারগিস খাতুন জানান, সোনিয়া তাকে ফোনে জানিয়েছে তার স্বামী রুবেল সৌদি আরব থেকে এসেছে। রুবেল আসার পর বুধবার দুপুরে তারা বাবুপাড়ায় বাসা ভাড়া নেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একজন ফোনে সোনিয়ার মৃত্যুর খবর জানায়। রুবেল-সোনিয়া দম্পতির হামিম নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে পলাতক ছিল রুবেল।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
পাবনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার জানান, সোনিয়া খাতুনের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সিআইডি ও পিআইবি আলামত সংগ্রহ করেছে বলে জানান তিনি।
Posted ৫:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin