
মোঃ জুবায়ের আলম: | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
লক্ষ্মীপুর জেলার সদর থানা উপজেলা ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা মোঃ মুকছুদ আলম( ৫৫) পিতাঃ আবুল কালাম, গ্রামঃ আবদুল্লাহপুর,১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বাসিন্দা।
মোঃ মুকছুদ আলম বাড়ীর কাজের জন্য টাইলস ক্রয়ের উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন বাজারে যাওয়ার পূর্বে কালবার্ড বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর হাতে হামলার শিকার হন, মোহাম্মদ মুকসুদ আলম এর উপরে ১.মোঃ স্বপন (২৫) পিতাঃ মোঃ রহমান,২.ওমর (৩৫) পিতাঃ মৃত দুধমিয়া পাটোয়ারী ৩.মিজান (৩৫) পিতাঃ অজ্ঞাত ৪.মোঃআরিফ পিতাঃবটু ৫.মনা পিতাঃ অজ্ঞাত ৬.জুয়েল সহ বেশ কয়েকজন মিলে হামলা চালায়। হামলার সময় হাতে থাকা লাঠি দিয়ে মাথার উপর আঘাত করে মাথা ফেটে রক্ত বেরহয় শরীরের বিভিন্ন অংশে নীল ফুলা জখমের চিহ্ন এবং নাকে আঘাত প্রাপ্ত হন।আহত মুকসুদ এর ভাই বেলাল জানান আমার ভাই টাইলস ক্রয়ের উদ্দেশ্যে বাজারে যাওয়ার পথে কালবার্ড বাজারে তার ওপরে হামলাকারীরা হামলা করেন মুখসুদকে আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান জরুরী বিভাগে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।এ ঘটনায় তারা কোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন মুকসুদের পরিবার।
Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin