
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
জিম করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জিমে গিয়ে শরীরচর্চা করছিলেন সাগর। শরীরচর্চা করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
অসুস্থ সাগরকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নেয়া হলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৫০ বছর বয়সী সাগর পান্ডেকে সালমানের সঙ্গে রুপালি পর্দায় দেখা গেছে ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করতে।
অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন থাকলেও স্বাচ্ছন্দ্যেই কাজ করেছেন সালমানের ‘বডি ডাবল’ হিসেবে। অভিনেতা হতে না পারলেও আক্ষেপ ছিল না তার। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সালমানের একনিষ্ঠ ভক্ত।
ব্যক্তিজীবনে সালমানকে ‘গুরু’ বলে সম্বোধন করতেন সাগর। তাই সালমানের মতো তিনিও চিরকুমার ছিলেন, বিয়ে করেননি।
সাগরের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েছেন সালমান খান। নেটমাধ্যমে তাদের একটি সুখস্মৃতির মুহূর্তের ছবি লিখেছেন, আমার পাশে থাকার জন্য হৃদয় থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ তোমায়।
Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin