শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশ্ন কিনে প্রতারিত হয়ে নিজেরাই শুরু করেন প্রতারণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অক্টোবর ২০২২ | প্রিন্ট

প্রশ্ন কিনে প্রতারিত হয়ে নিজেরাই শুরু করেন প্রতারণা

সারাবছর পড়াশোনা থেকে দূরে ছিলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই প্রশ্ন নামের সেই সোনার হরিণ পেয়ে যান তারা। কিন্তু পরীক্ষার হলে গিয়েই বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। এরপর নিজেরাই আবার শুরু করে প্রতারণা।

সম্প্রতি রাজধানী ও আশপাশে অভিযান চালিয়ে এই চক্রের দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে ভুয়া প্রশ্ন দিয়ে চক্রটি হাতিয়ে নিতো টাকা। কিছু শিক্ষার্থী ও অভিভাবকের ফাঁস হওয়া প্রশ্ন কেনার হীনমানসিকতাকে কাজে লাগাচ্ছে চক্রগুলো।

যে কোনো ধরনের পাবলিক পরীক্ষা সামনে এলেই প্রশ্ন ফাঁসকারী ও প্রশ্ন কেনা, এই দুটি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। কিছু শিক্ষার্থী ও অভিভাবক টাকা নিয়ে প্রশ্ন কেনার জন্য ছুটতে থাকে। আর এই সুযোগই কাজে লাগায় অসাধু চক্র।

ডিএমপির ডিসি (লালবাগ), মশিউর রহমান বলেন, এরা একটি চক্র প্রথমে কেও একজন প্রশ্ন কেনে তারপর একজনের কাছ থেকে আরেকজন কিনে থাকে। এসব প্রশ্ন ফাঁসের সঙ্গে যারাই যুক্ত আছে, সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। যারা দেশকে মেধা শূন্য করার জন্য এসব করবে তাদের সঙ্গে আপস করা হবে না।

চক্রটি প্রথমে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে শিক্ষার্থী ও অভিভাবকদের যুক্ত করে। এরপর পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্ন দেওয়া হবে বলে অফার দেয়। ঠিক পরীক্ষা শুরুর ঘণ্টা খানেক আগে কয়েকবছর আগের প্রশ্ন কিছুটা সংযোজন-বিয়োজন করে দেওয়া হতো শিক্ষার্থীদের।

এমন অভিযোগ পেয়ে তদন্ত নামে গোয়েন্দা পুলিশ। অভিযোগের সত্যতা পেয়ে রাজধানী ও আশপাশে অভিযান চালিয়ে এই চক্রের দুই জনকে গ্রেফতার ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি দল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০২ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]