
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
চলতি মাসে শুরু হতে যাওয়া অষ্টম টি-২০ বিশ্বকাপে বোলাররা সুবিধা পাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
টি-২০র এক নম্বর বোলার হ্যাজেলউড মনে করেন, অস্ট্রেলিয়ার কন্ডিশন ও মাঠের আকারের কারণে বিশ্বকাপে বোলাররা সুবিধা পাবে। অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে তিনি বলেন, ‘সম্ভবত বোলারদের জন্য এটা ভালো হবে। মাঠগুলো অনেক বড়, উইকেটেও গতি থাকবে।’
তিনি আরো বলেন, ‘আপনি চাইলে বাউন্ডারিগুলোকে সুবিধা হিসেবে ব্যবহার করতে পারেন। কোন কোন সময় ছোট বাউন্ডারি থাকবে এবং বড় বাউন্ডারিও থাকবে। এটা নির্ভর করবে আপনি কোথায় খেলছেন এবং কোন দলের বিপক্ষে খেলছেন।’
নিজেদের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এই ফরম্যাটে ডেথ ওভারে নিজেদের সেরাটা দেখাতে পারছেন না অজিরা। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজে ডেথ ওভারে বাজে বোলিংয়ের খেসারত দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
তবে হ্যাজেলউড মনে করেন, নিজ মাঠের কন্ডিশন দলকে সুবিধা দিবে। বিশ্বকাপের আগে ভারত সফরের অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে।
হ্যাজেলউড বলেন, ‘বর্তমানে আমরা খুব ভাল অবস্থানে আছি। আমাদের ছেলেরা সম্ভবত ক্রিকেটের সেরা সব মারকুটে ব্যাটারদের বিপক্ষে বল করবে। যেখানে দ্রুত গতির উইকেট থাকবে এবং ছোট বাউন্ডারি হবে।’
বিশ্বকাপের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টিসহ মোট পাঁচটি টি-২০ খেলবে অস্ট্রেলিয়া। তবে আসন্ন এই টুর্নামেন্টটি মার মার কাট কাট ধরনের হবে মনে করছেন হ্যাজেলউড।
তিনি বলেন, ‘এটি খুব বেশি মার মার কাট কাট ধরনের হবে এবং সম্ভবত ম্যাচের প্রথম বল থেকেই উত্তেজনা থাকবে। কোনো ওয়ার্ম আপ নেই। আর এই টুর্নামেন্টটির জন্য সম্ভবত বাড়তি উত্তেজনা বাড়ছে।’
Posted ৭:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin