
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পুত্রসন্তানের মা হয়েছেন দুই মাস ছুঁই ছুঁই। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মের পর থেকেই পুরো সময়টা তাকে নিয়েই কাটে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। নিজের অনুভূতিগুলো ছড়িয়ে দিচ্ছেন বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের মাঝেও।
সোমবার ভোরে ফেসবুকে এক স্ট্যাটাসে পরী জানালেন ছেলে রাজ্য না ঘুমালে তিনিও ঘুমাতে পারেন না। ছেলে ঘুমালে চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকেন।
পরীর ভাষায়, ‘আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে ঘুমু ঘুমু হাসবে।’
অনেক বন্ধু-শুভাকাঙক্ষীও সেই পোস্টে কমেন্ট করে পরীমণির এই অনুভূতির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন, ভালোবাসা জানিয়েছেন।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin