
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
চিতাবাঘকে দ্রুততার সঙ্গে গাছে উঠে যেতে দেখেছেন কয়জন! এমন একটি ভিডিও সামনে এসেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে নারকেল গাছের উপরের দিকে উঠে গেল একটি চিতাবাঘ। আবার ঠিক একইভাবে নেমে আসতেও দেখা যায় তাকে। এমনিতে চিতাবাঘকে গাছে উঠতে দেখা গেছে আগেও। কিন্তু নারকেল গাছের মতো শাখাপ্রশাখাহীন একটা গাছে চিতাবাঘ কীভাবে এত দ্রুত উঠে গেল আর নেমে এল তা নিয়েই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভিডিওতে আরো দেখা যাচ্ছে দুই চিতার খুনসুটি।
পারভিন কাসওয়ান নামের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মকর্তা নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন ভিডিওটি। জানা গেছে, ঘটনাটি ঘটেছে নাসিকের সিন্নার তালুকের অন্তর্গত সাংভি গ্রামের খামারে। কয়েকদিন আগে ভারতের সাংভি গ্রামের স্থানীয় বাসিন্দারা একটি চিতাবাঘকে দ্রুত একটি নারকেল গাছে উঠতে দেখেন। বাঘের এমন অদ্ভুত কাণ্ডকারখানা দেখতে মানুষের ঢল নামে।
সূত্র: দ্য ওয়াল এবং ইণ্ডিয়া টাইমস
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin