
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইরান থেকে চীন যাওয়ার পথে ভারতের আকাশে একটি বিমানে বোমাতঙ্ক দেখা দিয়েছে। এএনআই জানিয়েছে, আজ সোমবারের এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের দিল্লি বিমানবন্দরে।
জিনিউজ জানিয়েছে, ইরানের একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান আজ সকালে যান্ত্রিক গোলযোগের কারণ দেখিয়ে দিল্লিতে অবতরণ করার অনুমতি চায়। কিন্তু সেই সময়ই খবর আসে, তেহরান থেকে আসা ওই বিমানে বোমা রয়েছে।
এরপর দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করে। ওই বিমানকে ভারতে অবতরণের অনুমতিও দেওয়া হয়নি।
ইরান থেকে চীনগামী ওই বিমানে বোমাতঙ্কের জেরে পাঞ্জাব ও যোধপুর থেকেও ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান পাঠানো হয়, যেন ওই বিমান ভারতে অবতরণ করতে না পারে।
এএনআই জানিয়েছে, চীনগামী ওই বিমানটি দিল্লিতে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল।
কিন্তু সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ভারতের পুলিশের কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, তেহরান থেকে আসা ওই বিমানে বোমা রয়েছে। সেই সময় বিমানটি ভারতীয় আকাশসীমায় ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে।
ভারতের কোথাও যেন বিমানটি অবতরণ করতে না পারে এবং আকাশে যেন কোনো দুর্ঘটনা বা বিপত্তি না ঘটে; সেজন্য পাঞ্জাব ও যোধপুরের ঘাঁটি থেকে যুদ্ধবিমানও আনা হয়।
দিল্লি বিমানবন্দরের কাছে ওই বিমানটি অবতরণের অনুমতি চাইলেও, তা খারিজ করে দেওয়া হয়েছে। বিমানটি যোধপুরে অবতরণ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরে যোধপুর বিমানবন্দরও ওই বিমানটিকে অবতরণের অনুমতি দেয়নি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে বিমানটি চীনের দিকেই রওনা দিয়েছে।
সূত্র: এএনআই, জিনিউজ
Posted ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin