বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে সারাদিনই ইলশেগুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট

রাজধানীতে সারাদিনই ইলশেগুঁড়ি বৃষ্টি

ঝিরঝিরে বৃষ্টির ধারা ঢাকাকে যেন শীতল ছায়ায় ঢেকেছে। গত কয়েকদিনে সূর্যের তীব্র তাপে অস্বস্তিতে পড়া মানুষগুলোর মন ভিজছে শরতের ইলশেগুঁড়ি বৃষ্টিতে। শহুরে জীবনে যেন এ এক পলক স্বস্তি।

সোমবার রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এ বৃষ্টি সারাদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোথাও গুঁড়িগুঁড়ি কোথাও বা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে জনজীবনে যে অস্বস্তি তৈরি করছিল, তা কিছুটা কমতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কয়েক দফা হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এ সময়ে ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিভাগ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে । এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি বেড়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]