
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। এতে আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুয়েল ফকির (৩০) ও শহিদুল ইসলাম (৩৫)। আর আহতরা হলেন শাকিল (৩০), ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক জুয়েল ফকির ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বাড্ডা থানার বেরাইদ একশ ফিট এলাকায় বিদ্যুতের পিলারে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের ঢামেকে চিকিৎসা চলছে।
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin