
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আবহমান কাল থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ হয়ে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে চলছে। এ দেশের মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ সম্প্রীতি নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সম্প্রীতিতে বাংলাদেশ একটি রোল মডেল। এভাবেই আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।
দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে দেশে সীমিত পরিসরে পূজা উদযাপন করা হয়েছে। তবে এ বছর দর্শনার্থী বেড়েছে। সবার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, এ অঞ্চলে সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin