
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার নজিরবিহীনভাবে এ প্রতিবাদে যোগ দিয়েছে স্কুলছাত্রীরা। স্কুল প্রাঙ্গণে এবং রাস্তায় বিক্ষোভে অংশ নিচ্ছে তারা।
দেশে চলমান অস্থিরতা প্রশ্নে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি নীরবতা ভাঙার পর প্রতিবাদে অংশ নিতে দেখা যায় স্কুলছাত্রীদের। খামেনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিতে এ বিক্ষোভ চলছে। তাঁর মন্তব্য, মাশার মৃত্যু না হলেও তারা অন্য কিছু নিয়ে উসকানি দিত।
বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, প্রতিবাদের সময় কিশোরী ছাত্রীরা নিজেদের হিজাব খুলে ফেলছে। তারা সমস্বরে স্লোগান দিচ্ছে, ‘মোল্লাদের (ধর্মীয় নেতা) বিদায় নেওয়া উচিত।’
দেশটির অন্যান্য স্থানে চলমান প্রতিবাদেও একই স্লোগান শোনা যাচ্ছে দুই সপ্তাহ ধরে।
কারাজ শহরের এক ভিডিও ক্লিপে দেখা গেছে, ছাত্রীরা স্লোগান দিচ্ছে, ‘একজোট না হলে ওরা আমাদের একে একে মেরে ফেলবে।’
সোমবার দক্ষিণ ইরানের শহর সিরাজেও বেশ কিছু সংখ্যক স্কুলছাত্রী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তাদের মুখে শোনা গেছে, ‘স্বৈরাচারীর মৃত্যু চাই’ স্লোগান। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করেই এ স্লোগান দিচ্ছে তারা।
গতকাল মঙ্গলবারও তেহরান, পশ্চিমের শহর সাকেজ এবং সানান্দাজে বিক্ষোভ হতে দেখা গেছে।
Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin