
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
জয়পুরহাটের পাঁচবিবিতে গরুবোঝাই একটি ভটভটির সঙ্গে মুরগিভর্তি একটি পিকআপভ্যানের সংঘর্ষে ভটভটিচালক বাবলু মিয়া (৫০) নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে পাঁচবিবি-হিলি সড়কের নওদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলি গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন: নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের মৃত কাজিম মিয়ার ছেলে সোহেল মিয়া, একই গ্রামের আজিজার রহমানের ছেলে সাদিকুল ও জয়পুরহাটের কালাই উপজেলার আব্বাস আলীর ছেলে আবু সাঈদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গরুবোঝাই একটি ভটভটি পাঁচবিবি উপজেলা শহরের হাট থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুরগি বহনকারী পিকআপভ্যানটি দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটে যাওয়ার পথে পাঁচবিবি-হিলি সড়কের নওদায় পৌঁছালে বিপরীতমুখী ওই ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটিচালক নিহত হন। আর আহত হন তিনজন। আহতরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin