
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বলিউডের কালা চশমা গানের উত্তাপ এখন সারাবিশ্বে। এবার সেই উত্তাপে গা ভাসাল জাপানের বেশ কয়েকজন স্কুলছাত্রী। এরইমধ্যে কালা চশমা গানের সঙ্গে নেচে ভাইরাল হয়েছে তারা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বলিউডের কালা চশমা গানের উত্তাপ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গানটির তালে নেচে গেয়ে ভিডিও করছেন। নরওয়ের একটি নৃত্যের দল কালা চশমার গানের তালে নেচে ভাইরাল হয়েছে। এর ধারাবাহিকতায় এবার কালা চশমা গানের তালে জাপানের স্কুলছাত্রীদের নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা।
কুইক স্টাইন নামের একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে জাপানি স্কুলছাত্রীদের নাচের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিও দেখা গেছে, স্কুলের পোশাক পরে কালা চশমা গানের তালে নাচছে জাপানের শিক্ষার্থীরা। তারা কুইক স্টাইলের ধাঁচেই অসাধারণ নৃত্য দেখিয়েছে।
ভিডিওতে আরো দেখা যায়, এ নৃত্যের দল পরিপূর্ণভাবে চমৎকার অভিব্যক্তি এবং মসৃণভাবে পারফর্ম করছে। ভিডিও-এর ক্যাপশনে লেখা হয়, ট্রেন্ড কখনোই শেষ হয় না। ভিডিওটি এক মিলিয়নের বেশি লোক দেখেছেন। একজন নেটিজেন লিখেন, বুম, দ্যা এনার্জি লেভেল।
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin