
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দুর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা। বুধবার (৫ অক্টোবর) সকালে মণ্ডপে মণ্ডপে এই সিঁদুর খেলার আয়োজন করা হয়েছে। দেবীকে এ বছরের মতো বিদায় দিতে চন্দন, ধুপ আর সিঁদুর দেবীর পায়ে নিবেদন করলেন ভক্তরা। ঢাক আর উলুধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মণ্ডপগুলো। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলু ধ্বনি মণ্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।
বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত মণ্ডপে মণ্ডপে আনুষ্ঠানিক পূজা-অর্চনা শেষে সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দুর্গাকে স্ব স্ব মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন। তবে আজ বিকালে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় শোভাযাত্রা শেষে সন্ধ্যায় মায়া কাটিয়ে প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে নদীতে। এবার দুর্গা দেবী এসেছিলেন গজে চেপে, আর গমন করবেন নৌকায়। এবার নওগাঁ জেলায় ৮১৬টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin