
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পুলিশ পরিচয়ে সম্পর্ক গড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদলাতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।
সোহেল রানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রংপুর নগরীর হারাগাছ পৌরসভার বানুপাড়া কলেজ মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলার বাদী ওই গৃহবধূ দাবি করেন, প্রায় দুই বছর আগে মোবাইলে সোহেলের সঙ্গে পরিচয় হয়। সোহেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ভিডিও কল থেকে নগ্ন ছবি ধারণ করে এবং এই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে তাকে ধর্ষণ করেন সোহেল।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান কবির বলেন, সোহেল রানা নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়েছেন কি না তা তদন্তে জানা যাবে। তাকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin