
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দেখিয়ে টাকা আত্মসাৎ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভুয়া নিয়োগপত্র দেখিয়ে এক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (৩ অক্টোবর) গাইবান্ধা থেকে মশিউর রহমান দুদু মিয়া (৪৯) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়। দুদু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুরের মৃত জানমামুদ এর পুত্র।
মশিউর জাতীয় পরিচয়পত্রে নিজেকে মো. মাইদুল ইসলাম খাজা পরিচয়ে চাকরি প্রত্যাশীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।
র্যাব জানিয়েছে, এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।
এ ঘটনায় সুজন মোহন্ত নামে এক ব্যক্তি বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin