
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। তবে এই সিনেমায় তার পুরোনো নায়িকা অপু-বুবলী-পূজাকে দেখা যাবে না। বরং নতুন কেউ তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলে আভাস মিলেছে। এটি নির্মাণ করবেন রায়হান রাফি।
সিনেমাটি প্রযোজনা করবে বিগ স্ক্রিন। প্রযোজক টপি খান, তিনি ‘বসগিরি’ সিনেমার প্রযোজক ছিলেন। সিনেমাটিতে শাকিব খানের এসকে ফিল্মসও যুক্ত থাকবে। তবে নাম ঠিক না হওয়া এ সিনেমায় এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি শাকিব।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন প্রযোজক টপি খান। ২০২৩ সালের যেকোনো একটি ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin