
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে আসে।
নিহতরা হলেন: সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও নতুন হাটি গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়ার ছেলে আলহামমিয়া (৫) ও মো. খোকন মিয়ার মেয়ে নোহা আক্তার (৪)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আলহাম মিয়া ও নোহা আক্তার মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলাধুলার একফাঁকে সকলের অজান্তে বাড়ির সামনে হাওড়ের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের বাড়ির উঠানে দেখতে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুজি করে। বিকেলের দিকে বসত বাড়ি থেকে খানিকটা দূরে হাওড়ের পানির মধ্যে তাদের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন চন্দ্র বর্মন জানান, খেলার সময় পরিবারের সবার অজান্তে তারা হাওড়ের পানিতে ডুবে মারা যায়।
Posted ২:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin