
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার চূড়ান্ত আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানিয়েছে, রুশ সামরিক বাহিনী পেছনে সরে যাওয়া অব্যাহত থাকার মধ্যেই তিনি এটি করলেন।
রাশিয়ার ওই চূড়ান্ত আইনে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খারসন অঞ্চলকে যুক্ত করার উল্লেখ রয়েছে। ক্রেমলিনের তরফ থেকে এটি এমন পদক্ষেপ, পশ্চিমাবিশ্ব থেকে যার সমালোচনা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতেই রুশ পার্লামেন্টের উভয়কক্ষ দোনেৎস্ক, লুহানস্ক, খারসন এবং জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ করার চুক্তি অনুমোদন করে। এবার তাতে চূড়ান্ত অনুমোদন দিলেন পুতিন।
এর আগে ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া ওই চার অঞ্চলে গণভোটের আয়োজন পর রাশিয়ার সাথে সেগুলো যুক্ত করার ঘোষণা দেন পুতিন।
তবে রাশিয়ার এই কর্মকাণ্ডকে পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন প্রত্যাখ্যান করেছে।
সম্প্রতি ইউক্রেন দাবি করেছে, লুহানস্ক ও খারসন এলাকার বেশ কিছু গ্রাম তারা দখলমুক্ত করেছে।
বিবিসি জানিয়েছে, জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের আনুষ্ঠানিকতার জন্য একটি ডিক্রিতেও স্বাক্ষর করেছেন ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারসনের দক্ষিণাঞ্চলের আরো তিনটি গ্রাম দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত করা হয়েছে।
সূত্র: বিবিসি।
Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin