
জবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষার্থীদের সুবিধার জন্য ৪টি গেট থাকলে ও একমাত্র ভর্তি পরীক্ষা ছাড়া খোলাই হয় না সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন তৃতীয় গেটটি। শিক্ষার্থীদের অভিযোগ ইচ্ছা করেই বন্ধ রাখা হয়েছে এই গেটটি ।
শিক্ষার্থীদের কেউ কেউ বলছে বাস মালিকদের সুবিধার জন্য খোলা হয় না এই গেট। যার ফলে ভোগান্তি পোহাতে হয় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের। তৃতীয় গেট বন্ধ থাকা নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা খুলে দেওয়ার আশ্বাস দিলেও খোলা হয়নি কখনো। এবার তৃতীয় গেট নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, তৃতীয় গেট একেবারেই বন্ধ করে দেওয়া হবে। গেট যত কম থাকে ততই ভালো, এতে আমাদের হাতে সব নিয়ন্ত্রণ থাকে। তিনি বলেন আমাদের নিরাপত্তারক্ষী এমনেই কম তাই বন্ধ করে দেয়া হবে গেট। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী সংকট এ নিয়ে করনীয় কি জানতে চাইলে তিনি জানান ইউজিসি বরাবর চিঠি দেওয়া হয়েছে দেখা যাক কি হয় তিনি জানার আমি নিজে নিজ বাসায় নিরাপত্তারক্ষী ছাড়াই চলি তবুও বিশ্ববিদ্যালয়ের জন্য চেয়েছি।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin