
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টার ঘটনায় আরো অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
বন্দুকধারীরা বুধবার সিটি হলে এলোপাতাড়ি গুলি চালায়। ভবনের দেয়ালে গুলির চিহ্নের ছবি প্রকাশ করেছে পুলিশ। একে কাপুরুষোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবি জানিয়েছে নিহত মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি।
পুলিশ জানিয়েছে, মেয়র ছাড়ার আরো ১৭ জনকে হত্যার ঘটনায় লস টেকুইলোরোস অপরাধী চক্রকে দায়ী করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
নিহত মেয়র মেন্ডোজা আলমেদাকে গুলি করার আগে তার বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করা হয়েছে। নৃশংস ঘটনার পর বন্দুকধারীদের গ্রেপ্তারের জন্য ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সান মিগুয়েল টোটোলাপান শহরের মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র: বিবিসি।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin