
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। গত কয়েকদিন ধরে তারা নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আট মাসের ওই শিশু ও তার বাবা-মাকে অপহরণ করা হয়। এসময় ওই শিশুর ৩৯ বছর বয়সী চাচাকেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
মার্সেড কাউন্টি শেরিফ ভার্ন ওয়ার্নক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ানা ও হাচিনসন রোডের কাছে একটি বাগানে চারজনের মরদেহ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আগে বাগানের কাছে একজন খামারকর্মী মৃতদেহগুলোর সন্ধান পোস্ট করে পুলিশ। এতে দেখা গেছে, অপহরণকারীরা তাদের একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin