
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বিদ্যুৎ, জ্বালানি খজিন সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। তাই আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর নিজ বাসভবনে ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দেশে চলমান লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে, তবে এখনও দিনে ৫০০-৭০০ মেগাওয়াট হচ্ছে।
বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন করা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রিতা ও কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিয়নের অনেক কাজ। এখনও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি।
Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin