
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা আশানুরূপ হয়নি স্বাগতিকদের। কিউইদের অল্পেই আটকে রেখেছে বাবর আজমের দল।
নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৪৭ রান।
ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। এরপরের গল্পটা নিজেদের করেই রেখেছিল স্বাগতিকরা।
প্রথম ১০ ওভারে আর কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড। একাদশতম ওভারে ফেরেন ডেভন কনওয়ে। এর আগে তিনি খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস। এ সময় পর্যন্ত বড় সংগ্রহের পথেই ছিল ব্ল্যাকক্যাপসরা।
তবে ইনিংসের বাকি অংশ নিজেদের করে নেয় পাকিস্তান। নিয়মিত বিরতিতে কিউই ব্যাটারদের উইকেট নিতে থাকে তারা। সাজঘরে ফেরার আগে উইলিয়ামসন ৩১, গ্লেন ফিলিপস ১৮ ও মার্ক চাপম্যান ৩২ রান করেন।
আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে না পারলে মধ্যম সংগ্রহেই থামতে হয় নিউজিল্যান্ডকে। পাকিস্তানের হয়ে হারিস রউফ তিনটি, মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ দুটি এবং শাহনেওয়াজ ধানি একটি করে উইকেট শিকার করেন।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin