
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ভারতের মহারাষ্ট্রের নাসিক এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার ভোরের এ ঘটনায় আরো অন্তত ৩৮ জন আহত হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি কন্টেইনারকে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা।
পরে আগুন নেভানো হয়েছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে। সেখানে এরই মধ্যে আহতদের চিকিৎসা শুরু হয়েছে।
নিহতদের বেশির ভাগই বাসের যাত্রী। মহারাষ্ট্রের মন্ত্রী দাদা ভুসে বলেছেন, আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।
সূত্র : এনডিটিভি।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin